জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু সোমবার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা সোমবার (৪ এপ্রিল) শুরু হবে।
রোববার (৩ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে সারাদেশে একযোগে শুরু হবে পরীক্ষা। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।
জানা গেছে, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট ১ হাজার ৮৭৯ টি কলেজের ৭১১ টি কেন্দ্রে প্রায় ২ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
এদিকে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পসে কন্ট্রোল রুম খোলা হয়েছে । জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
রেজাউল/ মাসুদ