ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

নিউমার্কেট এলাকা আবারও রণক্ষেত্র, বন্ধ যান চলাচল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৯ এপ্রিল ২০২২   আপডেট: ১২:৩২, ১৯ এপ্রিল ২০২২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন।

ঘটনাস্থলে অনেককে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। ইটের আঘাতে বেশ কয়েকজনকে আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে নিউমার্কেট এলাকার সব দোকানপাট। একই সঙ্গে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয়পাশের যান চলাচলও বন্ধ রয়েছে। পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। 

এর আগে সোমবার রাতে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পড়ুন: 

ঢাকা কলেজের আজকের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

মধ্যরাতে নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়