ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

জাতীয় বিশ্বদ্যালয়ে ভর্তি: এক দিনে আবেদন ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৩ মে ২০২২  
জাতীয় বিশ্বদ্যালয়ে ভর্তি: এক দিনে আবেদন ৫ হাজার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া গতকাল ২২ মে শুরু হয়েছে। চলবে আগামী ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এক দিনে ৫ হাজারের বেশি ভর্তির আবেদন জমা পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (শিক্ষা) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন বলেছেন, ‘এবার অনার্স প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ পয়েন্ট করা হয়েছে। গতকাল রোববার বিকেলে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত সারা দেশ থেকে ৫ হাজারের বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন।’

তিনি বলেন, ‘জিপিএ বাড়ালেও সারা দেশে সরকারি-বেসরকারি কলেজগুলোতে প্রায় ৪ লাখ শূন্য আসনের বিপরীতে ৭ লাখের মতো আবেদন জমা হবে। যাদের জিপিএ পয়েন্ট বেশি থাকবে তারা শীর্ষ পর্যায়ের কলেজে ভর্তির সুযোগ পাবেন।’

আরো পড়ুন:

বুধবার (১৯ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ জুনের মধ্যে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৩ জুলাই শুরু হবে।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়