ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

এনআইইটিতে কর্মমুখী শিক্ষায় নিশ্চিত ক্যারিয়ার গড়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৪ জানুয়ারি ২০২৩  
এনআইইটিতে কর্মমুখী শিক্ষায় নিশ্চিত ক্যারিয়ার গড়ার সুযোগ

কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কাজ করছে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি)। প্রতিষ্ঠানটি ২০১০ সালে যাত্রা শুরু করে। ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলায় কারিগরি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এ প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (এনআইইটি) কম্পিউটার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, অ্যাপারেল ম্যানুফেকচারিং, ওয়েট প্রসেসিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, অটোমোবাইল, মেরিন, শিপ বিল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন, সার্ভেয়িং, গ্রাফিক্স ডিজাইন, ইলেক্ট্রনিক্স, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ আছে। এখানে যেকোনো সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা সরাসরি ভর্তির সুযোগ পাবেন।

এনআইইটি থেকে পাস করা শিক্ষার্থীরা নিজস্ব সোনারগাঁও ইউনিভার্সিটিতে বিশেষ ছাড়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। নারী শিক্ষার্থীরা মোট কোর্স ফি’র (মাসিক ও সেমিস্টার) ৫০ শতাংশ দিয়ে ভর্তি হতে পারবেন।

এছাড়া, ভর্তি হওয়া নারী শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তির সুযোগ আছে। শিক্ষার্থীদের সেমিস্টারে ক্লাস উপস্থিতি, ল্যাব প্রজেক্ট ফাইনাল পরীক্ষার ফলাফলের জিপিএ’র ভিত্তিতে শতভাগ বৃত্তির সুবিধা ছাড়াও মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি, পোষ্য কোটা, সিস্টার কনসার্ন ও সহোদর বা একই পরিবারের একাধিক সদস্যের ভর্তিতে বিশেষ ছাড় আছে।

ইয়ামিন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়