শিগগিরই প্রাথমিকে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো শিগগিরই স্কুল ফিডিং কর্মসূচি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। ১২ বছর ধরে চালু থেকে গত বছরের ১ জুলাই বন্ধ হয়ে গেছে এ কর্মসূচি।
বুধবার (১৪ জুন) রাজধানীর ইউসেপ, বাংলাদেশ সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সংলাপের আলোচনায় এ কথা বলেন তিনি।
এ সময় প্রাথমিক ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগত মান অর্জন’ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনসহ চারটি সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা তথ্য প্রকাশ করা হয়।
শাহ রেজওয়ান হায়াত বলেন, সরকার দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে আন্তরিক এবং শিক্ষার উন্নয়নে কাজ করছে। করোনাসহ নানা সংকটে আমাদের শিখন ঘাটতি হয়েছে এবং এ অবস্থা থেকে উত্তরণে সকলকে একসাথে কাজ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকলের মতামত নিয়ে কাজ করে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ধরে রাখতে হবে এবং একই সাথে এখন আমাদের গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের অন্য কোনও সংস্থা না থাকায় শিক্ষকদের পাঠদানের বাইরে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়। সরকার শিক্ষক নিয়োগ নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং একই সাথে শিক্ষকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করছে। দেশে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩৪ এবং মোট চার লাখের মতো শিক্ষক পাঠদানে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সংলাপে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী। প্রকল্প ও জরিপ ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক লিপি আমেনা ও প্রকল্প কর্মকর্তা তুলিকা সরকার। উপস্থাপনার ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সিনিয়র রিসার্চ ফেলো ড. এস. এম. জুলফিকার আলী।
ইয়ামিন/এনএইচ