ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২৩  
১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর হতে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটক বিডি লি. এর মাধ্যমে ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে SMS দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিচের কাগজপত্র মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে SMS এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো:
(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets)।
(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
(গ) অ্যাডমিট কার্ড।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে এনটিআরসিএ।

/ইয়ামিন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়