ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

গুচ্ছে কেন্দ্রীয় মেরিট ও মাইগ্রেশনসহ চার দফা দাবি শিক্ষার্থীদের  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
গুচ্ছে কেন্দ্রীয় মেরিট ও মাইগ্রেশনসহ চার দফা দাবি শিক্ষার্থীদের  

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে কেন্দ্রীয়ভাবে মেরিট ও মাইগ্রেশন চালু রাখার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিট ও মাইগ্রেশন প্রকাশিত হয় গত ২০ আগস্ট। তারপরও অনেক সিট খালি রয়ে গেছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। গত ২৩ সেপ্টেম্বর ইচ্ছুকদের জন্য মাইগ্রেশন চালু রাখা হবে মর্মে গুচ্ছের ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়। কেউ যদি মাইগ্রেশন বন্ধ করতে চায় তাদের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। এরপর গত সোমবার কীভাবে ওয়েটিংয়ে থাকা শিক্ষার্থী ভর্তি করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে চূড়ান্ত সভা হওয়ার কথা ছিলো, কিন্তু এখন আবার ভিন্ন কথা বলা হচ্ছে।

তারা বলেন, আমরা কেন্দ্রীয় মাইগ্রেশন ও মেরিট বহাল চাই। এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের মাইগ্রেশন দিয়ে উপরের দিকের সিটগুলো পূরণ করা হোক। আর মেরিট দিয়ে ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালরের একটি সিটের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়া হোক।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়