ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

মাদ্রাসার বিষয়ভিত্তিক শিক্ষকের তালিকা ৫ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
মাদ্রাসার বিষয়ভিত্তিক শিক্ষকের তালিকা ৫ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ের মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণের জন্য আগামী  ৫ অক্টোবরের মধ্যে বিষয়ভিত্তিক শিক্ষকের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম-নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন’ বিষয়ে প্রশিক্ষণ শিগগির শুরু হবে। 

প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল পর্যায়ের ইআইআইএনধারী ও ইআইআইএনবিহীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী পূর্ণকালীন ও খণ্ডকালীন বিষয়বিভিত্তিক শিক্ষকদের তালিকা প্রয়োজন। আগামী ৫ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে তালিকা পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

ইয়ামিন/রফিক 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়