ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

শিক্ষা ক্যাডারদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:৩৮, ১৪ অক্টোবর ২০২৩
শিক্ষা ক্যাডারদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের সঙ্গে চলমান কর্মবিরতি নিয়ে বসছেন।

শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তার বাসভবনে (হেয়ার রোড) বসবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে ১০ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

কর্মসূচিকালে ক্লাস ও পরীক্ষার দায়িত্বও পালন করবেন না বলে জানিয়েছেন এ ক্যাডারের কর্মকর্তারা।

এর আগে, গত ২ অক্টোবর কর্মস্থলে উপস্থিত থেকে কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তা।

৯ অক্টোবর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সকল শিক্ষা বোর্ড, এনসিটিবি, নায়েম, ব্যানবেইসসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সর্বাত্মক এ কর্মবিরতি পালন করবেন।

এ কর্মসূচির সময় ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে ভর্তি, ফরম পূরণ, সব ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা ও দাপ্তরিক সব কর্মকাণ্ড কর্মবিরতির আওতায় থাকছে।

ইয়ামিন/এনএইচ 

ইয়ামিন/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়