ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত শিক্ষা ক্যাডারদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৪ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:৩৬, ১৪ অক্টোবর ২০২৩
শিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত শিক্ষা ক্যাডারদের

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে কর্মবিরতির বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা।

শনিবার (১৪ অক্টোবর) রাতে হেয়ার রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় শেষে এ ঘোষণা দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী।

এ সময় শিক্ষকদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমরা সবসময়ই শিক্ষকদের দাবি পূরণে সচেষ্ট। শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন, তাদের আন্দোলন প্রত্যাহার করবেন।

উল্লেখ্য, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। গত ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষকরা টানা তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবি আদায় না হওয়ায় আগামী ১৭ ও ১৯ অক্টোবর আবার দুই দিন কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এর আগে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

ইয়ামিন/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়