ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সিভাসুতে চালু হলো এপি-লাইব্রেরি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৭ অক্টোবর ২০২৩  
সিভাসুতে চালু হলো এপি-লাইব্রেরি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)’র হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এপিডেমিওলজি ব্যবহারিক শ্রেণীকক্ষে এপি-লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

সিভাসুতে চলমান সিভাসু এপি-এলামনাই গঠন-প্রক্রিয়ার প্রথম সভায় প্রস্তাবিত একটি কার্যক্রম ছিল এপি-লাইব্রেরি প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর লাইব্রেরি উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিভাসুর ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ লুত্ফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. একেএম হুমায়ুন কবির। 

অনুষ্ঠানের বক্তব্যে পরিচালক, লাইব্রেরিয়ান হাবিবুর রহমান বলেন, জ্ঞান অর্জনের জন্যে বইয়ের কোনও বিকল্প হতে পারে না।

ড. একেএম হুমায়ুন কবির বলেন, এপিডেমিওলজি সব গবেষণার কেন্দ্রবিন্দু। আমাদের অনেক তথ্য-উপাত্ত (রোগ-তথ্যাদি) থাকা সত্ত্বেও, সেগুলো কাজে লাগাতে পারি না। কেবলমাত্র উপযুক্ত এপিডেমিওলজিক জ্ঞান প্রয়োগের অভাবে।

অধ্যাপক মোহাম্মদ লুত্ফুর রহমান লাইব্রেরির প্রসারে আশা ব্যক্ত করে বলেন, এ ধরনের উদ্যোগ সিভাসুতে প্রথম ও বেশ প্রশংসনীয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলমান সিভাসু এপি-এলামনাই গঠন প্রক্রিয়ার দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক রাশেদ মাহমুদ সিভাসু এপি-এলামনাইয়ের প্রস্তাবিত সংবিধানটি উত্থাপন করেন, যেখানে ৯ সদস্যের একটি কার্যনির্বাহী দলের প্রস্তাব করা হয়। 

সভায় ১৫ এলামনাই সদস্য এবং ভার্চুয়ালি ৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়