ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ইউজিসি সচিবের সঙ্গে নারী মৈত্রীর সাক্ষাৎ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে একমত পোষণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২১ ডিসেম্বর ২০২৩  
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে একমত পোষণ

ইউজিসি সচিবের সঙ্গে নারী মৈত্রীর প্রতিনিধিদল

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফৈরদৌস জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারী মৈত্রীর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দু’পক্ষ সৌজন্য সাক্ষাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে একমত পোষণ করেন।

সাক্ষাতকালে নারী মৈত্রীর টোব্যাকো কন্ট্রোল প্রজেক্টের কো-অর্ডিনেটর নাছরিন আকতার ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার আলফি শাহরীন তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব এবং ইউনিভার্সিটিগুলোর সম্মুখে আশঙ্কাজনকহারে সিগারেটের বিক্রি ও ই-সিগারেটের ব্যবহার বেড়ে যাচ্ছে, এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। 

পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইনের ছয়টি মূল সংশোধনের বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। 

বিষয়গুলো হলো-

• সব ধরনের পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা
• বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা
• তামাক কোম্পানির ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা’ বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা
• বিড়ি-সিগারেটের সিঙ্গেল স্টিক বা খুচরা শলাকা ও মোড়কবিহীন বিক্রি নিষিদ্ধ করা
• ই-সিগারেট ও হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) আমদানি ও বিক্রয় নিষিদ্ধ করা
• সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধি (৫০% থেকে ৯০% এ উন্নিতকরণ) ও প্লেইন প্যাকেজিংসহ তামাকজাত দ্রব্য মোড়কজাতকরণের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রণয়ন করা

এ সময় ইউজিসি সচিব ড. ফৈরদৌস জামান জানান, ইউনিভার্সিটিরগুলোর সামনে যেন তামাকের বিক্রি ও ব্যবহার বন্ধ করার যায় সে বিষয়ে কী উদ্যোগ নেওয়া যায়, সেটা ভেবে দেখা হবে। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তামাক কোম্পানির সুকৌশলে প্রচারণা বিষয়েও আক্ষেপ জানান তিনি।

তিনি নারী মৈত্রীর এই তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে থাকবেন বলে একাত্মতা পোষণ করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানান।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়