ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

ইউনিভার্সিটি অব স্কলার্সের ভিসি হলেন এনামুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৩  
ইউনিভার্সিটি অব স্কলার্সের ভিসি হলেন এনামুল বাশার

অধ্যাপক ড. এনামুল বাশার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এনামুল বাশার। তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সৈয়দপুর) সাবেক অধ্যাপক। 

গত ২০ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. এনামুল বাশারকে ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সৈয়দপুর) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এনামুল বাশারকে তিনটি শর্তে ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো—উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর। তবে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়