শীতবস্ত্র দিলো অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব পলাশ দাশসহ বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সদস্যরা।
পারভেজ/রফিক