ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিক্ষামন্ত্রীকে বই উপহার দিলেন অধ্যাপক জাহাঙ্গীর আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৬ জানুয়ারি ২০২৪  
শিক্ষামন্ত্রীকে বই উপহার দিলেন অধ্যাপক জাহাঙ্গীর আলম

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বন ও পরিবেশ-বিষয়ক উপ কমিটির বিশেষজ্ঞ সদস্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি মন্ত্রীকে নিজের লেখা ‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ বইটি শুভেচ্ছা হিসেবে উপহার দিয়েছেন।

শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আরো পড়ুন:

জাহাঙ্গীর আলমের লেখা পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ বইটি গবেষণাধর্মী বই। এতে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি, ইকোসিস্টেম, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বায়ুদূষণ, নবায়নযোগ্য জ্বালানি, বৈশ্বিক উষ্ণতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগ। এতে চট্টগ্রাম-৯ আসনে বিজয়ী হন। পরবর্তীতে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান মহিবুল হাসান চৌধুরী।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়