ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

বাংলাদেশের স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আগ্রহ প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশের স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আগ্রহ প্রকাশ

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণায় যৌথ উদ্যোগ গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী সঙ্গে ব্রাউন ইউনিভার্সিটি ক্লাবে আয়োজিত এক সভায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিক্যাল স্কুলের ডিন ড. মুকেশ জৈন ও নেতৃবৃন্দ এ আগ্রহ ব্যক্ত করেন।

আলোচনায় ড. কামাল চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিশেষ উদ্যোগ ও কার্যক্রম বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন। ড. কামাল চৌধুরীর সম্মানে আয়োজিত সভায় ডিন অধ্যাপক মুকেশ জৈনর সঙ্গে ছিলেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ তথা হৃদরোগ গবেষণার পরিচালক ড. রুহুল আবিদ, গ্লোবাল হেলথের প্রধান ড. এডাম লেভিন, ড. সুসান কুভিন, ট্রান্সলেশনাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শ্যারন রাউন্ডস ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ভারত রামরত্নম।

আলোচনায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের উপস্থিত নেতৃবৃন্দ ও ডিন ড. মুকেশ জৈন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে, বিশেষ করে স্বাস্থ্যখাতে এবং কোভিড বিশ্বমারি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত ব্যবস্থা ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন। ডিন জৈন ও ড. আবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কমিউনিটি ক্লিনিক জাতিসংঘ কর্তৃক সম্মানিত হওয়ায় ব্রাউন বিদ্যালয়ের মেডিক্যাল স্কুল কর্তৃক গত সেপ্টেম্বর মাসে তাকে বিশেষ সম্মাননা প্রদানের স্মৃতিচারণ করেন। 

তারা জানান, সে সময়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবের আলোকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ছাত্র-শিক্ষক-গবেষক বিনিময় ও যৌথ গবেষণায় আগ্রহ ব্যক্ত করেছেন। সভায় তারা আরও জানান, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিবৃন্দ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় বাংলাদেশের কয়েকটি জেলায় কাজ করছে। 

ইতোমধ্যে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ের আধুনিক ডিজিটাল পদ্ধতি প্রবর্তন, ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড পদ্ধতির মাধ্যমে কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা ও জেলা হাসপাতাল পর্যায়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের মেডিক্যাল ডাটা বিনিময় এবং শিশুদের ডায়ারিয়াজনিত চিকিৎসা গবেষণার কাজে তারা সহায়তা করেছে। আগামীতে তারা ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকায় ব্রাউন-বাংলাদেশ যৌথ সেমিনার আয়োজন করতে আগ্রহী।

আলোচনায় ড. কামাল চৌধুরী ব্রাউন-বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ ও এডুকেশন ইনিসিয়েটিভের যৌথ উদ্যোগ গ্রহণের জন্য ব্রাউন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা গবেষণা খাত বিশেষভাবে উপকৃত হবে বলে আস্থা ব্যক্ত করেন। 

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোর মানোন্নয়ন, হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলোর সেবাব্যবস্থার উন্নয়ন এবং গবেষণা কার্যক্রমে আলপার্ট মেডিক্যাল স্কুলের বিশেষ সহায়তা প্রাপ্তির বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন।

পারভেজ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়