বৃষ্টি-বন্যার মধ্যেই আজ খুলছে প্রাথমিক বিদ্যালয়
ফাইল ছবি
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন লম্বা ছুটি কাটিয়ে আজ বুধবার (৩ জুলাই) খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। বন্যা-বৃষ্টির কারণে ছুটি আর বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রায় সারা দেশেই। বন্যার কবলে পড়েছে সিলেট। এর মধ্যেই শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের টানা ২০ দিনের ছুটি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে। বন্যা ও অতি বৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।
প্রসঙ্গত, গত ১৩ জুন শুরু হয় চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষাপঞ্জি অনুসারে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়। আজ ৩ জুলাই যথারীতি ক্লাস শুরু হবে। এর আগে শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিক পর্যায়ে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয়েছে উচ্চ বিদ্যালয় ও কলেজ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবারের পাশাপাশি এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।
/হাসান/সাইফ/