ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কিনা জানা যাবে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ০৯:৫৮, ১৭ জুলাই ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কিনা জানা যাবে আজ

অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সব কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সে সিদ্ধান্ত নিজেরাই নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি, হবে না সে বিষয়টির সিদ্ধান্ত আজ বুধবার (১৭ জুলাই) জানা যাবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে প্রভোস্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এরপরই সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কিংবা হল বন্ধ হবে কিনা সেটা বুধবার জরুরি সিন্ডিকেট সভার পর বলা যাবে। আপাতত সকলের নিরাপদ সব অবস্থান নিশ্চিত করার জন্য সব প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা সার্বক্ষণিক তৎপর থাকবেন।

এদিকে, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়া হলো।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়