ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১৭ জুলাই ২০২৪  
বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, আজ বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

এর আগে সকালে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নোটিশে রেজিস্ট্রার জানান, ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ জুলাই বিকেল ৩টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হলো।   

এর আগে রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার শঙ্কার খবর ছড়িয়ে পড়ে। এমন খবরে উপাচার্য, প্রক্টর, প্রভোস্টসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে হলগুলোতে নির্ঘুম রাত কাটান।

আরিফুর রহমান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়