ঢাকা     সোমবার   ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৫ ১৪৩১

একাদশে ভর্তির সময় আবারও বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১ আগস্ট ২০২৪  
একাদশে ভর্তির সময় আবারও বাড়ল

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির সময়সীমা। আগামী ৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।

গত ১৫ জুলাই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি প্রক্রিয়া ২৫ জুলাই শেষ হওয়ার কথা ছিল। ‍কিন্তু, ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও বন্ধ রাখা হয়।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়