ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গণমিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:০৩, ২ আগস্ট ২০২৪
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গণমিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর সায়েন্সল্যাবে গণমিছিল করছেন শিক্ষার্থীরা। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন এই এলাকা। পাশে সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর তারা দোয়া মোনাজাত করেই মিছিল শুরু করেন। 

মিছিলটি বায়তুল মামুর জামে মসজিদের সামনের রাস্তা থেকে শুরু হয়। পরে টিচার্স ট্রেনিং কলেজের সামনে হয়ে সায়েন্সল্যাব মোড়ে যায়। এ সময় কিছুক্ষণ স্লোগান দেন তারা। এরপর মিছিল নিয়ে বাটা সিগন্যালের দিকে যায়। পরে মিছিলটি বাটা সিগন্যাল হয়ে আবারও সায়েন্সল্যাব মোড়ে আসে। এখনো তারা সেখানে মিছিল করছে। 

আরো পড়ুন:

গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

/মাকসুদ/এসবি/ 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়