শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি প্রসঙ্গে যা বললেন সারজিস আলম
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নয়, নিয়মিত ‘ছাত্র সংসদ’ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি চাই।
শনিবার (১০ আগস্ট) ফেসবুকে ছাত্র রাজনীতি প্রসঙ্গে এসব কথা বলেন।
অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আপনার অবশ্যই রাজনৈতিক মতাদর্শ লালন করার অধিকার আছে। তবে সেটা করবেন ক্যাম্পাসের বাইরে। ক্যাম্পাস ও হলে সবাই শিক্ষার্থী, এখানে দলীয় ব্যানার ব্যাবহারের সুযোগ নেই।
তবে ছাত্র রাজনীতি প্রসঙ্গে কেন এখনও স্পষ্ট বক্তব্য আসছে না সেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছিলো কানাঘুঁষা। এর আগে রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশও করে হয় গত ৯ আগস্ট।
রনি/ইভা