ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মিরপুর গার্লস আইডিয়ালের প্রধান শিক্ষিকাকে পদত্যাগের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৪ আগস্ট ২০২৪  
মিরপুর গার্লস আইডিয়ালের প্রধান শিক্ষিকাকে পদত্যাগের আল্টিমেটাম

ছবি: রাইজিংবিডি

রাজধানীর মিরপুর গার্লস আইডিয়ালের প্রধান শিক্ষিকাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) মিরপুর-১০ নম্বরে প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেন তারা। এ সময় প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, স্কুল প্রশাসনের লোকজন সময় মতো স্কুলে আসে না এবং প্রশাসনের সঙ্গে যুক্ত শিক্ষকরা ক্লাস নেন না। এমনকি প্রশাসনের হেলপার দিয়ে সব শিক্ষক কর্মচারীদের দমন করানো হয়। স্কুলের পরীক্ষা কমিটিতে একই ব্যক্তিরা একাধিকবার দায়িত্বে থাকার ফলে তাদের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়। এই সমস্যা সবাই জানেন, আইডিয়ালের টিচাররা পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দেন। এছাড়া স্কুলের গেট সবার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে ফলে ছেলে মেয়ে স্কুলের ভিতরে বসে আড্ডা দেয়। এসব সমস্যার সমাধানসহ মোট ১৪ দফা দাবি জানায় মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের শিক্ষিকা বিপাশা বলেন, ‘আমাদের স্কুল দুর্নীতি দিয়ে ভর্তি। আমরা এর সমাধান চাই। আমরা আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। আগামী ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হলো। এর মধ্যে যদি উনি নিজের ইচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করব। ’

/সুকান্ত/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়