ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমেছে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:০০, ১৫ অক্টোবর ২০২৪
চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমেছে 

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এই বছর এবার পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, তিন পার্বত্য জেলা এবং খাগড়াছড়ি জেলা থেকে মোট ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০ জন ও ছাত্রী ৫ হাজার ৭৫৯ জন।

আরো পড়ুন:

বোর্ড জানায়, এ বছর পাসের হার গত বছরের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ কম। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।

এ বছর বিভাগভিত্তিক ফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া, মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়