ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বাংলাদেশে আইডব্লিউএস অনলাইন স্কুলের কার্যক্রম শুরু

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২০ নভেম্বর ২০২৪  
বাংলাদেশে আইডব্লিউএস অনলাইন স্কুলের কার্যক্রম শুরু

বাংলাদেশে বিশ্বমানের শিক্ষার সুযোগ নিয়ে কার্যক্রম শুরু করছে ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকে স্বীকৃত আইডব্লিউএস অনলাইন স্কুল।

বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, স্কুলটি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের (ক্লাস ওয়ান থেকে এ লেভেল) জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হতে চলেছে।

প্রথম ডিজিটাল স্কুল হিসেবে আইডব্লিউএস অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে। এটি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ লাইফ-স্কিল দিয়ে থাকে।

বেস্ট শার্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ উদ্দিন খান সম্প্রতি এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, যমুনা ব্যাংক পিএলসির এসভিপি, হেড অফ এসএমই মার্কেটিং মো. শরিফুল আহসান, প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও টিম হেড মোহাম্মদ সালাউদ্দিন হাজারী, বিকাশ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার মো. মইনুল হক ও সিএস মেটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শিরিন জাহান ও চিফ টেকনিক্যাল অফিসার সাজ্জাদ হুসাইন ফারহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইডব্লিউএস অনলাইন স্কুলের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্রধান ম্যাট ভিকারি বলেন, আইডব্লিউএস অনলাইন স্কুল নতুন প্রজন্মের ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে অনেক জনপ্রিয়। তিনি উন্নত ও টেইলর-মেড প্রযুক্তির প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষার নিশ্চয়তা দেন।

প্রসঙ্গত, অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি এবং সিমুলেটেড রিয়েলিটি ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকে আইডব্লিউএস অনলাইন স্কুল। এছাড়াও প্রতিষ্ঠানটি ক্যারিয়ার কাউন্সেলিং, একাডেমিক উন্নয়ন এবং যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, গেমস, এবং বিভিন্ন ফান অ্যাকটিভিটিস ছাড়াও আইডব্লিউএস অনলাইন স্কুল সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে, যা শিক্ষার্থীদের বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়