কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো নূর একাডেমিক স্কুল
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে কালিহাতী উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নূর একাডেমিক স্কুল। পাশাপাশি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করে নূর একাডেমিক স্কুল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নূর একাডেমিক স্কুল মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল বারেক, সমাজ সেবক আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দানেজ হোসেন, কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ছোবহান তালুকদার শুভ প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক প্যানেল মেয়র আব্দুল বারেক বলেন, ‘‘আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। তাদের মেধা ও মননের বিকাশে নিরলসভাবে কাজ করছে নূর একাডেমিক স্কুল। একটি সুস্থ সমাজ নির্মাণে এই স্কুলটির অবদান রয়েছে। স্কুলটির পরিচালনায় যারা রয়েছেন তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’’
নূর একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক নার্গিস আক্তার বলেন, ‘‘নূর একাডেমিক স্কুলের পথচলা শুরু ২০১৪ সালে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সত্যতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সমাজ উন্নয়নে আর শিক্ষার বিস্তারে করে চলছে এই বিদ্যাপীঠ। দেশের উন্নতি করতে হলে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। নূর একাডেমিক স্কুল সুচারুভাবে এই দায়িত্ব পালন করে চলছে।’’
ঢাকা/এসবি