ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রহমাতপুর অ্যালামনাইর সভাপতি অ্যাড. মনিরুজ্জামান, সেক্রেটারি আল মামুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৫১, ১২ জানুয়ারি ২০২৫
রহমাতপুর অ্যালামনাইর সভাপতি অ্যাড. মনিরুজ্জামান, সেক্রেটারি আল মামুন

সভাপতি খন্দকার এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মু. আল মামুন

দীর্ঘ ৬৪ বছর পর অনুষ্ঠিত হলো বরগুনা জেলার বেতাগীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমাতপুর আলিম মাদরাসার প্রথম পুনর্মিলনী। ঘোষণা করা হয়েছে রহমাতপুর অ্যালামনাই কমিটি। 

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গঠিত সম্মেলন পরবর্তী এই কমিটিতে প্রতিষ্ঠানের সাবেক কৃতি শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার এম মনিরুজ্জামানকে সভাপতি খন্দকার এম মনিরুজ্জামান ও শিক্ষক মাও. মু. আল মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এরআগে ২৫ ডিসেম্বর (২০২৪) প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহমাতপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এই কমিটি ঘোষণা করেন।

কমিটিতে আব্দুস শাকুরকে সিনিয়র সহ-সভাপতি, বাহাউদ্দীন খান, আবু ছালেহ, রিয়াদুল ইসলাম এবং আব্দুল কুদ্দুসকে সহ-সভাপতি মনোনীত করা হয়। আব্দুল কাদির রেদওয়ান, ওয়ালি উল্লাহ, তাওহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান মিরাজ, ইউনুস কবির এবং আব্দুর রহমান বিন আমীনকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়া আরিফুর রহমান (অর্থ), শাহ জালাল (তথ্য), আব্দুস সালাম সালেহী (সাংগঠনিক সম্পাদক), মেহেদী হাসান সৈকত (দপ্তর), আল ইমরান (সাহিত্য), আব্দুস সালাম (শিক্ষা), শফিকুল ইসলাম (প্রবাসী কল্যাণ), কামাল হোসেন (সমাজ সেবা), আবুল বাশার (ছাত্রবিষয়ক), আবু রায়হান (প্রচার), আব্দুল কাইয়ুম (আইন) সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

ঢাকা/হাসান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়