সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
![সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু](https://cdn.risingbd.com/media/imgAll/2025January/school2812025-2501281135.jpg)
রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বার্ষিকীর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়।
এরপর জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী (২৮ ও ২৯ জানুয়ারি) এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।
অনুষ্ঠানের প্রথম দিনে মার্চপাস্ট, খেলাধুলার মশাল প্রজ্বালন, মার্শাল আর্ট প্রদর্শন, পিটি ডিসপ্লে, ম্যাগাজিন উন্মোচন, সাংস্কৃতিক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো’র আয়োজন করা হয়।
এরপর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের পাশাপাশি এসব আয়োজনে অভিভাবক, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ঢাকা/এসবি