ঢাকা     বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৪ ১৪৩১

তিতুমীরের শিক্ষার্থীদের অনশন চলছে

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:২৮, ৩১ জানুয়ারি ২০২৫
তিতুমীরের শিক্ষার্থীদের অনশন চলছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) তিতুমীর কলেজের মূল ফটকের সামনে গিয়ে দেখা গেছে, অনশনরত শিক্ষার্থীদের পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও সেখানে অবস্থান করছেন। 

তিতুমীর ঐক্যর উপদেষ্টা নূর মোহাম্মদ বলেছেন, “গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি  আমাদের কোনো বিষয়ে আশ্বস্ত করতে পারেননি। গত ৫ মাসে ফিজিবিলিটি টেস্টের নামে আমাদের সঙ্গে যে প্রহসন করা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। আমরা সাত দফা দাবিতে অনড়।”

নতুন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের এই অনশন কর্মসূচির ৪১ ঘণ্টা হয়েছে। কিন্তু, আমরা এখনো কোন আশানুরুপ ফল পাই নি। যদি রাষ্ট্রপক্ষ থেকে কোনো বার্তা না আসে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির বিষয়ে, পরবর্তী সময়ে আমাদের কর্মসূচি তিতুমীর ঐক্যের অফিসিয়াল পেজে জানিয়ে দেব।”

অনশনরত এক শিক্ষার্থী বলেন, “সড়ক ছেড়ে দিয়েছি  জনদুর্ভোগ কমাতে। আমরা কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছি। যতক্ষণ না রাষ্ট্র আমাদের যৌক্তিক দাবির মর্যাদা দেয়, ততক্ষণ এ অনশন চালিয়ে যাব।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তিতুমীর কলেজের সাত শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন আছেন।

গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আমরণ অনশন শুরু করেন তিতুমীর কলেজের ৫ শিক্ষার্থী। পরে আরো কয়েক জন তাদের সঙ্গে যোগ দেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এর আগে নানা কর্মসূচি পালনের পর গত ৭ জানুয়ারি কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টাঙিয়ে দেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত ১৮ নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরদিন ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচি দেন শিক্ষার্থীরা।

এরপর ৩ ডিসেম্বর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা/উম্মে হাফছা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়