ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাতারবাড়িতে পিপিপির আওতায় এলএনজি টার্মিনাল নির্মাণে নীতিগত অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২২ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:১১, ২২ এপ্রিল ২০২৫
মাতারবাড়িতে পিপিপির আওতায় এলএনজি টার্মিনাল নির্মাণে নীতিগত অনুমোদন

কক্সবাজারের মাতারবাড়িতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে একটি ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে ভার্চুয়াল এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জানা গেছে, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে মাতারবাড়িতে ৭.৫ মিলিয়ন টন পার অ্যানাম (প্রতিদিন ১০০০ এমএমএসসিএফডি রি-গ্যাসিফিকেশন ক্ষমতাসম্পন্ন) একটি এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে এটি অর্থনৈতিকভাবে লাভজনক ও বৈদেশিক বিনিয়োগ-সহযোগী হিসেবে প্রমাণিত হয়েছে।

জাইকা প্রণীত মাস্টারপ্ল্যান অনুযায়ী, ৪৫.২৩ হেক্টর জমিতে টার্মিনালটি নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

 

ঢাকা/হাসনাত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়