ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ কর্মসূচি পালিত

সেখ ইউসুফ আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ কর্মসূচি পালিত

ক্যাম্পাস পরিষ্কার করছেন ছাত্রলীগের নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক,  খুলনা :  ‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ স্লোগানকে প্রতিপাদ্য করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) র‌্যালি, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাষ্টবিন স্থাপন ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

 

কুয়েট ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির  মধ্যে সকাল ১০টায় একটি র‌্যালি  ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘দুর্বার বাংলা’র সামনে থেকে শুরু হয়ে  ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এ সমস্ত কর্মসূচিতে কুয়েট ছাত্রলীগের সভাপতি সফায়াত হোসেন নয়ন, সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও কুয়েট ছাত্রলীগের প্রাক্তন আহ্বায়ক ইসফাক আবীর হাওলাদার, কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, কুয়েট ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর শাহরিয়ার অপু, কুয়েট ছাত্রলীগ নেতা মো. আদিজ জামান খান রাতুলসহ কুয়েট ছাত্রলীগের নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসমূহের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাস পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। কুয়েট ছাত্রলীগের এ উদ্যোগ সকলের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে।  

 

কুয়েট ছাত্রলীগ প্রতিবছর ২ ডিসেম্বর পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

 

 

রাইজিংবিডি/খুলনা/২ ডিসেম্বার ২০১৪/সেখ ইউসুফ আলী/রণজিৎ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়