ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জয়ের ব্যাপারে আশাবাদী শুভাগত

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ের ব্যাপারে আশাবাদী শুভাগত

ওয়ালটন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার শুভাগত হোম

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : পাকিস্তান সিরিজের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দুই রাউন্ড খেলা হয়নি শুভাগত হোমের। এই দুই রাউন্ডের একটি ম্যাচে হেরেছে ওয়ালটন, অন্যটিতে ড্র করেছে।

 

পাকিস্তান সিরিজ শেষে বিসিএলের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। এই রাউন্ডে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় খেলছেন। ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন শুভাগত হোম। প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র ১ রান করেন। কিন্তু বল হাতে অনেকটাই পুষিয়ে দিয়েছেন। বিসিবি নর্থ জোনের বিপক্ষে সোমবার পাঁচ উইকেট শিকার করেছেন। ম্যাচ শেষে জানিয়েছেন এই পাঁচ উইকেট শিকার তার কাছে বিশেষ কিছু মনে হয়নি। দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ পেলে ও প্রতিপক্ষের দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে ওয়ালটনের জয়ের সম্ভাবনা রয়েছে।

 

শুভাগত হোম বলেন, ‘পাঁচ উইকেট পেয়েছি। এটা আমার কাছে বিশেষ কিছু মনে হয়নি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারিনি। নিজের ভুলের কারণেই আউট হয়েছি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো কিছু করতে চাই। পাশাপাশি চেষ্টা করব বল হাতেও অবদান রাখতে।’

 

দুপুরে মিরপুরে এক পসলা বৃষ্টি হয়েছে। তার আগে রাতেও খানিকটা বৃষ্টি হয়েছিল। এটা বোলিংয়ে সহায়তা করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তেমন কিছু না। দুপুরে খুব সামান্য বৃষ্টি হয়েছে। আসলে বোলিং অনুশীলন করেছিলাম। সে অনুসারে বল করছি ও ফল পাচ্ছি।’

 

ওয়ালটনের টার্গেট শেষ ম্যাচ জেতা। আপনার টার্গেট কি? এমন প্রশ্নের জবাবে শুভাগত বলেন, ‘আমরা লিড নিয়েছি। অবশ্য সেটা সামান্য। মাত্র ২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ পেলে এবং পরবর্তীতে দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে জয় পাওয়া সম্ভব। জয়ের ব্যাপারে আশাবাদী আমরা।’

 

পাকিস্তান সিরিজের পর ভারতের সঙ্গে সিরিজেও প্রাথমিক তালিকায় রয়েছেন শুভাগত। জানিয়েছেন সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারিনি। মোদ্দাকথা ততোটা আলোচনায় ছিলাম না। এখনো নেই। ভারত সিরিজে যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/আমিনুল/নওশের

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়