কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়: মিম
বিদ্যা সিনহা মিম— রুপালি পর্দা হোক কিংবা সোশ্যাল মিডিয়া, প্রতিটি ফ্রেমেই যেন জীবন্ত। তার হাসি, দৃষ্টি কিংবা নীরবতাও কথা বলে। ব্যস্ত শুটিং আর কাজের চাপে যখন সময় মেলে, তখন মিম ছুটে যান প্রকৃতির কোলে নিজেকে নতুন করে খুঁজে নিতে।