আশুলিয়ায় ‘বিধ্বস্ত প্রেমিক’
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

বিধ্বস্ত প্রেমিক-এর শুটিং সেটে সিনেমাটির অভিনেতা ও অভিনেত্রীরা
রাহাত সাইফুল : আশুলিয়ায় চলছে মোস্তাফিজুর রহমান বাবুর নির্মিতব্য বিধ্বস্ত প্রেমিক সিনেমার শুটিংয়ের কাজ। গত ১৩ জুন থেকে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে জানান সিনেমাটির পরিচালক।
এ সিনেমায় কাজী মারুফের বিপরীতে অভিনয় করছেন পুষ্পিতা পপি, অরিন। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত জুটি বাঁধতে যাচ্ছেন মারুফ ও পুষ্পিতা পপি। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন কাজী হায়াৎ।
সিনেমাটির প্রসঙ্গে কাজী মারুফ রাইজিংবিডিকে বলেন, ‘১৩ জুন সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে।’
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাধারণত সমাজের বিভিন্ন অসংগতির প্রেক্ষাপটের গল্পের সিনেমায় অভিনয় করি। এ সিনেমাটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ঘিরে খুব সুন্দর একটি কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে।’
পুষ্পিতা পপি রাইজিংবিডিকে বলেন, ‘এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত মারুফ ভাইয়ের সঙ্গে কাজ করবো। সিনেমাটির গল্পও অনেক ভালো লেগেছে। এটি একটি অ্যাকশন ঘরানার সিনেমা।’
বিধ্বস্ত প্রেমিক সিনেমাটি গান থাকবে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম থাকবে। গানগুলোতে কণ্ঠ দেবেন পরশী, আরেফিন রুমি, মনির খান, বেবি নাজনিন।
চিত্রনায়ক কাজী মারুফ বর্তমানে বিধ্বস্ত প্রেমিক সিনেমাটি ছাড়াও ছিন্নমূল, শোধ প্রতিশোধ ও বেপরোয়া প্রেমিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৫/রাহাত/ফিরোজ
রাইজিংবিডি.কম