ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চলচ্চিত্র নির্মাণে শামীম জামান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৬ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলচ্চিত্র নির্মাণে শামীম জামান

শামীম জামান

রাহাত সাইফুল : মঞ্চ, টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামীম জামান। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করছেন তিনি। এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন তিনি।

ইতোমধ্যে চলচ্চিত্র নির্মাণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চিত্রনির্মাণের জন্য একটি পরীক্ষাও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘কিছুদিন আগে পরিচালক সমিতিতে চলচ্চিত্র নির্মাণের জন্য একটি পরীক্ষা দিয়েছি। আশা করছি, খুব শিগগিরই সিনেমা নির্মাণের অনুমতি পেয়ে যাব। অনুমতি পেলেই চলচ্চিত্রের শুটিং শুরু করব। এদিকে চলচ্চিত্রের গল্প লেখার কাজ চলছে।’

শামীম জামান স্কুল জীবন থেকেই অভিনয়ের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে ঢাকায় এসে ১৯৮৯ সাল থেকে নাট্যদল আরণ্যকের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন। মঞ্চে অভিনয়ের পাশাপাশি বাদ্যযন্ত্রও বাজান তিনি। এ যাবৎ তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটক হলো- ‘ইবলিস’, ‘পাথর’, ‘জয়জয়ন্তি’, ‘প্রাকৃতজন কথা’, ‘খেলাখেলা’, ‘ময়ূর সিংহাসন’, ‘সঙক্রান্তি’, ‘রাঢ়াঙ’, ‘মানুষ’, ‘লেবেদেবে’ প্রভৃতি।

তিনি বেশ কিছু জনপ্রিয় টিভি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো- ‘দয়াগঞ্জ’, ‘সার্ভিস হোল্ডার’, ‘কলেজ স্টুডেন’ ‘আশ্রয়’, ‘খুকিরানী’, ‘আলোছায়া’, ‘সত্তা’, ‘গরু চোর’, ‘ওয়ারেন’, ‘পত্র-মিতালী’, ‘ভ্যাজাল মণ্ডল’, ‘ওস্তাদজী’, ‘রজব আলী ও কাফনের কথা’, ‘ছত্রিশ খালেক’, ‘দুই বাটপার’, ‘ছায়াবাজ’, ‘শীলবাড়ি’, ‘মেড ইন চিটাগাং’, ‘ভেসপা-১৫০’, প্রবাসী জামাই’, ‘শর্টলিস্টেড’, ছয় পর্বের ধারাবাহিক ‘মোহর শেখ’, ‘গরিবের বন্ধু’, ‘লারনেড ম্যান’, ‘কতা দিল্যাম তো’ এবং দীর্ঘ ধারাবাহিক ‘আলতা সুন্দরী’, ‘ভবের হাট’, ‘জামাই মেলা’, জোয়ার ভাটা’, ‘হাড়কিপটে’, ‘ঝুলন্ত বাবুরা’, ‘ভিলেজ পলিটিক্স’।  
এ ছাড়াও ‘আধিয়ার’, ‘বাংলা মায়ের দামাল ছেলে’, এবং ‘ছানা ও মুক্তিযুদ্ধ’ শিরোনামের তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

শামীম জামানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘শরৎ টেলিফিল্ম’ থেকে  ‘গরু চোর’, ‘হাড়কিপটে’, ‘পত্রমিতালী’, ‘ওস্তাদজী’, ‘শিলবাড়ি’, ‘গরিবের বন্ধু’, ‘ছায়াবাজ’, ‘ভালবাসার গল্প’, ‘কতা দিল্যাম তো’, ‘লারনেড ম্যান’, ‘আলতা সুন্দরী’, ‘জামাইমেলা’, ‘জামান মল’, ‘আশা টকিজ’, ‘একদা বাঘের গলায় হাড় ফুটিলো’, ‘দুই টাকার বাহাদুরী’ প্রভৃতি নাটক নির্মিত হয়েছে।

২০০১ সাল থেকে তিনি নিয়মিত নাটক পরিচালনা করছেন। তার লেখা ও পরিচালনায় উল্লেখযোগ্য নাটক হলো- ‘রজব আলী ও তার কাফনের কথা’, ‘ছত্রিশ খালেক’, ‘প্রবাসী জামাই’ ও ‘ভেসপা-১৫০’ প্রভৃতি।


রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ