ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

ডিপজলের প্রস্তাবে দ্বিধায় রেসি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিপজলের প্রস্তাবে দ্বিধায় রেসি

রেসি, ডিপজল

রাহাত সাইফুল : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার সঙ্গে জুটি বেঁধে বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মৃদুলা  আহমেদ রেসি।

 

‘এক জবান’, ‘বাজারের কুলি’র মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এই জুটি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তারা। তবে ডিপজলের অনুরোধে আবারো চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন রেসি।

 

অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কয়েকটি সিনেমায় কাজও করেছেন রেসি। কিন্তু মাতৃত্বজনিত কারণে কিছুদিন তিনি বিশ্রামে ছিলেন। কয়েকদিন আগে রেসি কন্যা সন্তানের মা হয়েছেন।

 

এদিকে মনোয়ার হোসেন ডিপজল বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন। আগামী নতুন বছরের শুরুর দিকে এসব সিনেমার কাজ শুরু করবেন। এ সিনেমায় তার নায়িকা হিসেবে রেসিকেই নেয়ার পরিকল্পনা করেছেন ডিপজল। সম্প্রতি রেসিকে এসব সিনেমায় অভিনয়ের প্রস্তাবও দিয়েছেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে ভাবছেন রেসি। তবে কিছুটা দ্বিধায় রয়েছেন বলেও রাইজিংবিডিকে জানিয়েছেন রেসি।

 

এ প্রসঙ্গে রেসি রাইজিংবিডিকে বলেন, ‘ডিপজল সাহেবের অনুরোধেই আবার চলচ্চিত্রের কাজ শুরু করেছি। তার প্রজেক্টগুলো একটু দেরি হচ্ছিল বলে কয়েকটি সিনেমার কাজ করেছি। এখন তার সিনেমার সকল প্রস্তুতি শেষ হয়েছে, শুধু শুটিংয়ের অপেক্ষা। কিন্তু আমি অভিনয়ের জন্য পুরোপুরি ফিট নই। আগামী মার্চ থেকে অভিনয় শুরু করতে পারব।’

 

তিনি আরো বলেন, ‘সম্প্রতি ডিপজল সাহেব আমাকে ফোন করে তার সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। তিনি নতুন বছরের শুরুতেই কাজ শুরু করবেন। তাই ভাবছি কি করব। এখনো তাকে চূড়ান্ত কিছু জানাইনি। তবে কাজগুলো করার ইচ্ছে আছে। কারণ তিনি যে ধরণের গল্পের সিনেমা নির্মাণ করেন আমি ওই ধরণের গল্পে কাজ করতে অভ্যস্ত।’

 

‘সতী কমলা’সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। ডিপজল অভিনীত সর্বশেষ জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ শিরোনামের সিনেমাটি গতবছরে মুক্তি পায়।

 

মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন । রেসি অভিনীত ‘শূন্য’ শিরোনামের সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’শিরোনামের সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করেছেন। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক রুবেল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়