ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘কাবিল’-‘রইস’ লড়াই নিয়ে হৃতিকের বক্তব্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কাবিল’-‘রইস’ লড়াই নিয়ে হৃতিকের বক্তব্য

কাবিল ও রইস সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : দর্শকের বহুল প্রতীক্ষিত সিনেমা শাহরুখ খান অভিনীত রইস ও হৃতিক রোশান অভিনীত কাবিল। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমা দুটি।

 

এদিকে রইস-কাবিল বক্স অফিস লড়াই নিয়ে এরই মধ্যে নিজেদের বক্তব্য দিয়েছেন শাহরুখ খান ও কাবিল সিনেমার প্রযোজক রাকেশ রোশান। এবার এ প্রসঙ্গে নিজের বক্তব্য জানালেন হৃতিক।

 

হৃতিক বলেন, ‘বিষয়টি বেআইনি ও অনৈতিক নয়, অতএব এটি ঠিক আছে। কিন্তু দুঃখজনক এবং একই সঙ্গে এটি আমাদের সচেতন করবে। হলিউড ও বলিউড একটি ক্যালেন্ডার অনুসরণ করে কিন্তু আপনি কখনই দেখবেন না ব্যাটম্যান সিনেমা সুপারম্যান সিনেমার সঙ্গে অথবা লর্ড অব দ্য রিংস সিনেমা হ্যারি পটার সিনেমার সঙ্গে বক্স অফিসে লড়াই করছে। ইন্ডাস্ট্রির কীভাবে ভালো হবে সে বিষয়ে তারা সচেতন। কারণ যখন দুটি সিনেমা মুখোমুখি হয় এতে ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়।’  

 

তিনি আরো বলেন, ‘আশা করছি, সিনেমা দুটি ভালো ব্যবসা করবে কিন্তু আলাদা মুক্তির কথা বিবেচনা করলে ইন্ডাস্ট্রির ১০০ কোটি লোকসান হবে। আমার বাবা বিষয়টি বোঝেন এবং এ বিষয়ে তিনি খুবই দুঃখিত। তিনি মনে করেন এটি আরো ভালো উপায়ে সমাধান করা যেত।’

 

তবে বক্স অফিস লড়াইয়ে সিনেমা দুটির ওপর কোনো প্রভাব ফেলবে না বলে আশাবাদী হৃতিক। একই দিনে মুক্তি পেলেও রইসকাবিল ভালো ব্যবসা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এ প্রসঙ্গে ব্যাং ব্যাং সিনেমা খ্যাত এ অভিনেতা বলেন, ‘রইস সিনেমাটি অনেকদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে। আমরা বিষয়টি বুঝছি। আশা করছি, যখন দুটি সিনেমা ভালো ব্যবসা করবে তখন আমি শাহরুখ ও ফারহান আখতারের (রইস সিনেমার প্রযোজক) সঙ্গে বিষয়টি উদযাপন করব।’ 

 

কাবিল  সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়