ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

৫০০ কেজি ওজনের মিশরীয় নারী ভারতে

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫০০ কেজি ওজনের মিশরীয় নারী ভারতে

চিকিৎসার জন্য ইমন আহমেদকে ভারতের মুম্বাইয়ে আনা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ওজন কমানোর চিকিৎসার জন্য ভারতে এসেছেন বিশ্বের সবচেয়ে স্থূল নারীদের মধ্যে একজন মিশরের ৫০০ কিলোগ্রাম (কেজি) ওজনের নারী ইমন আহমেদ।

ইজিপ্ট এয়ারের একটি বিমানে শনিবার ভোর ৪টায় মুম্বাইয়ের বিমানন্দরে পৌঁছান ইমন আহমেদ। তার বয়স ৩৬ বছর।

২৫ বছর ঘর থেকে বের হতে পারেন না ইমন আহমেদ। চিকিৎসকরা জানিয়েছেন, মুম্বাইয়ে তার অস্ত্রোপচার করা হবে। এর আগে এক মাস পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

মুম্বাইয়ে চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালা ও তার টিমের পর্যবেক্ষণে থাকছেন ইমন আহমেদ। তিন মাস আগে থেকে তাকে পর্যবেক্ষণে রেখেছেন তারা। শয্যাশায়ী ইমন আহমেদকে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে মুম্বাইয়ে আনার যাবতীয় সহযোগিতা করেছেন লাকদাওয়ালার টিম।

তবে এ কাজে সব সময় উচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়েছে তাদের। মুম্বাইয়ের সাইফি হাসপাতালের দুজন অভিজ্ঞ চিকিৎসক বিমানে তার সঙ্গী হন।

২৫ বছর ধরে ঘর থেকে বের হতে না পারা ইমন আহমেদকে মুম্বাইয়ে আনতে ভারতীয় চিকিৎসকদের ১০ দিন মিশরে অবস্থান করতে হয়। এ সময় তাকে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিয়েছেন তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়