ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

একসঙ্গে মিল্টন খন্দকার ও মুন্নি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একসঙ্গে মিল্টন খন্দকার ও মুন্নি

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। অডিও ইন্ডাস্ট্রিতে তার লেখা গান দীর্ঘ তিন দশক ধরে শ্রোতানন্দিত হয়ে আসছে।

মনির খান, পলাশ, নাসির, এসডি রুবেলের মতো নন্দিত শিল্পীরা তার গান গেয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। এছাড়া দেশের অনেক শিল্পীরা তার লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছেন। কিন্তু সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী তার সুরে এবারই প্রথম গান গাইলেন।

গতকাল সোমবার রাজধানীর একটি স্টুডিওতে মিল্টন খন্দকারের সুরে একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন মুন্নি। গানটির কথা লিখেছেন কবির বকুল।

এ প্রসঙ্গে দিনাত জাহান মুন্নি রাইজিংবিডিকে বলেন, ‘মিল্টন ভাইয়ের সুরে প্রথমবারের মতো গানে কণ্ঠ দিলাম। যদিও এর আগে একটি গানে কণ্ঠ দিয়েছিলাম কিন্তু গানটি আর বাজারে আসেনি। সে হিসেবে এই গানের মাধ্যমে শ্রোতারা প্রথমবারের মতো আমাদের একসঙ্গে পাবেন। আশা করছি, রোমান্টিক ঘরানার এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

বিটিভির একটি অনুষ্ঠানে গানটি ব্যবহার করা হবে। আজ মঙ্গলবার জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠানটির রেকর্ডিং হবে বলেও জানান মুন্নি।

বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সংগীতশিল্পী।



রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়