ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

মুক্তি পেল ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৫ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তি পেল ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’

ইঞ্চি ইঞ্চি প্রেম ছবির পোস্টার

বিনোদন প্রতিবেদক
ঢাকা, ১৫ নভেম্বর: আজ সারাদেশে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রাজু চৌধুরী পরিচালিত বাপ্পি ও ববি জুটির প্রথম চলচ্চিত্র ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ছেলে বাপ্পি প্রেম ভালোবাসা একদমই পছন্দ করে না। সব ক্ষেত্রেই মেয়েদেরকে এড়িয়ে চলে। একবার এক বন্ধুর প্রেমের সমস্যা সমাধান করতে গিয়ে বন্ধুর প্রেমিকার বান্ধবীর সাথে প্রেমে পড়ে যায়।

আর তাদের প্রেমকে ঘিরে ঘটতে থাকে অনেক মজার ঘটনা। এভাবেই ছবির কাহিনী এগিয়ে যায়।

ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী, ববি, সাথী, শ্রাবণ, আফজাল শরীফ, রীনা খান, সোহেল খান, রেবেকা, ডি জে সোহেল প্রমুখ।

ছবির সব গান লিখেছেন দ্বীপ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। গানে কণ্ঠ দিযয়েছেন কনা, মীম, আহমেদ হুমায়ূন, রূপম, প্রতীক হাসান ও রমা।


রাইজিংবিডি / আরএস / এলএ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়