ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এক যুগ পর প্রাণ রায়

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক যুগ পর প্রাণ রায়

বিনোদন ডেস্ক : মঞ্চ ও টেলিভিশন নাটক-টেলিফিল্মে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা প্রাণ রায়। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমায় অভিনয় করে মেধার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা।

প্রাণ রায়কে সবাই অভিনেতা হিসেবে চিনলেও তার আরেক পরিচয় তিনি চিত্রকর। অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আঁকাআঁকি থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। এবার রং তুলি হাতে ক্যানভাসে নিয়মিত হচ্ছেন তিনি।

দীর্ঘ এক যুগ পর তার ব্যাচের বন্ধুদের আঁকা ছবি নিয়ে ‘লিটল ব্লু উইন্ডো’ নামে এক্সিবিশন হতে যাচ্ছে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে প্রাণ রায় বলেন, ‘আমরা ব্যাচের ১২জন বন্ধু মিলে এক্সিবিশন করছি। এখানে সবাই নিয়মিত আঁকাআঁকি করে না। অর্থাৎ ব্যাচের সবাই শিল্পী হয়েও নিয়মিত নন। পেশাটাও ভিন্ন। যেমন আমি অভিনয় করছি। আমাকে সবাই অভিনেতা হিসেবেই জানে। কিন্তু পেইন্টিং নিয়মিত করতে পারছি না। এজন্য বন্ধুবান্ধব গেট-টুগেদার করে আর্ট ক্যাম্পের আয়োজন করেছিলাম। সেখানকার কাজগুলো নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছি।’

২ মাস আগে আর্ট ক্যাম্পের আয়োজন করেছিলেন প্রাণ রায় ও তার বন্ধুরা। প্রাণ রায়সহ ১২জনের আঁকা মোট ৪৮টি ছবি এই এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে। এতে প্রাণ রায়ের ৪টি ছবি রয়েছে।

ছবির বিষয়বস্তু প্রসঙ্গে রাইজিংবিডিকে প্রাণ রায় বলেন, ‘আমি যেহেতু নাটক ফিল্ম নিয়ে কাজ করছি তাই এই ঘরানার বিষয়বস্তু এঁকেছি। বর্তমান সময়ে ফিল্মের পোস্টার, রিক্সার পেইন্টিং এগুলো ডিজিটাল হয়ে গেছে। এক সময় এগুলোতে হাতে আঁকা ছবি দেখতাম। এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া বিষয় নিয়ে ছবিগুলো এঁকেছি।’

আঁকাআঁকিতে নিয়মিত হবেন জানিয়ে প্রাণ রায় বলেন, ‘এতদিন আসলে সময় পাইনি। তবে ইচ্ছেটা ছিল। এর মধ্যে গত ১৫ নভেম্বর জাতীয় জাদুঘরে ওরিয়েন্টাল এক্সিবিশনের উদ্বোধন হয়েছে। আমি আর শাহনেওয়াজ কাকলী ক্লাশমেট ছিলাম। দুজনেই চারুকলা থেকে পড়াশোনা করেছি। কিছুদিন পর আমাদের ডুয়েট এক্সিবিশন করার ইচ্ছে আছে। এজন্য কাজও শুরু করেছি।’

প্রাণ রায় ও শাহনেওয়াজ কাকলীর আঁকা চিত্রকর্ম (বাঁ থেকে)

আজ শুক্রবার বিকেলে নগরীর সায়েন্সল্যাব আড়ংয়ের শো রুমের টপ ফ্লোরে অনাড়ম্বরভাবে এই এক্সিবিশনের উদ্বোধন করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়