আজ গায়ে হলুদ, রোববার ইরেশের বিয়ে
![আজ গায়ে হলুদ, রোববার ইরেশের বিয়ে আজ গায়ে হলুদ, রোববার ইরেশের বিয়ে](https://cdn.risingbd.com/media/imgAll/2017December/bg/Iresh_120180202154947.jpg)
বিনোদন ডেস্ক : বিয়ে করছেন অভিনেতা ইরেশ যাকের। কনে মডেল-অভিনেত্রী মিথিলার বোন মিম রশিদ। আজ শুক্রবার তাদের গায়ে হলুদ। রোববার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইরেশ যাকেরের মা অভিনেত্রী সারা যাকের।
সারা যাকের জানান, আজ শুক্রবার সন্ধ্যায় ইরেশের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী রোববার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এক বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইরেশ-মিম। গত ২৭ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। এটি ইরেশের প্রথম বিয়ে। কিন্তু মিম রশিদের দ্বিতীয়। এর আগে জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে সংসার পেতেছিলেন মিম।
রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত/মারুফ
রাইজিংবিডি.কম