ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

প্রথমবার রেসি…

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবার রেসি…

মৃদুলা আহমেদ রেসি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি।দীর্ঘদিন চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। বিরতি ভেঙে ২০১৫ সালে সিনেমার কাজ শুরু করলেও মাতৃত্বজনিত কারণে দেড় বছর বিশ্রামে ছিলেন। সর্বশেষ ‘শূন্য’ নামের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর তাকে দু-একটি টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গেছে।

এবার ‘আমার ছবি আমার গান’ নামের টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করলেন রেসি। এর মাধ্যমে প্রথমবার অনুষ্ঠান উপস্থাপনা করলেন তিনি। ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে রেসি তার সহ-অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অনুভূতি, সিনেমার গল্পের চরিত্রের সাথে নিজেকে প্রস্তুত করার কৌশলসহ পর্দার পেছনের বিভিন্ন গল্প দর্শকদের জানাবেন।

এ প্রসঙ্গে রেসি রাইজিংবিডিকে বলেন, ‘‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি একটু ভিন্নধর্মী অনুষ্ঠান। এতে আমার অভিনীত সাতটি সিনেমার গান দেখানো হবে। এই গানগুলোর পেছনের বিভিন্ন গল্প দর্শকদের জানাব। অনুষ্ঠানটি আমিই উপস্থাপনা করেছি। এর মাধ্যমে নতুন এক অভিজ্ঞতা হলো। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে। সম্প্রতি কেরাণীগঞ্জের শ্যামল ছায়া রিসোর্ট সেন্টারে এ অুনষ্ঠানটির দৃশ্যায়ন করা হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়।

মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।




রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়