ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিএনপি এখন প্রতিনিয়ত নাটক করছে’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি এখন প্রতিনিয়ত নাটক করছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একদিকে দণ্ডিত, ঋণখেলাপি, বিলখেলাপিদের মনোনয়ন দিয়েছে, অপরদিকে এসব মনোনয়ন বাতিল হওয়ায় তারা এখন নাটক করছে।’

হাছান মাহমুদ বলেন, ‘তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এদের মনোনয়ন দিয়েছিল। এখন তারা এসব নিয়ে মিথ্যাচার করছে।’

টার্গেট করে বিএনপি নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের এমন অভিযোগ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘এটা মিথ্যাচার। রিজভী আহমেদের কাজই হচ্ছে নিয়মিত সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করা।’

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

ব্রিফিংয়ে ড. হাছান আরো বলেন, ‘কয়েকদিন আগে রিজভী আহমেদ সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি মিথ্যাচার করেছেন। যেটির জন্য তার বিরুদ্ধে ইতোমধ্যে উকিল নোটিশ হয়েছে। তিনি সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রীর মনোনয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন যে, তিনি নাকি কোনো কাগজপত্রই জমা দেননি। কিন্তু বিমানমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন, তিনি নিয়ম মেনে সব কাগজপত্র জমা দিয়েছেন। কেউ একজন ফেসবুকে পোস্ট দিয়ে বিমানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করেছেন, আর রিজভী আহমেদ সেই অপপ্রচারের সূত্র ধরে সংবাদ সম্মেলন করে ফেললেন। এটি প্রচণ্ড অন্যায়।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্না করে বলেছেন, এবারই তারা খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশ নিচ্ছেন। তার মানে তারা জানতেন যে, খালেদা জিয়ার মনোনয়ন বৈধ হবে না। তবুও নাটক করেছেন মিথ্যাচার করার জন্য।’

সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম খুব অসুস্থ। তিনি বাংলাদেশের একজন সজ্জন রাজনীতিবিদ। যথাযথ প্রক্রিয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া হয়েছিল। রিজভী আহমেদ তাকে নিয়েও মিথ্যাচার করেছেন।’

তিনি বলেন, ‘রিজভী আহমেদ একজন অসুস্থ মানসিকতার মানুষ। তা না হলে একজন সজ্জন রাজনীতিবিদকে নিয়ে এমন মিথ্যাচার করতেন না।’

প্রতিনিয়ত কোনো ধরনের নাটক না করে নির্বাচনের দিকে মনোনিবেশ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/৪ ডিসেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ