ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮০ প্রেক্ষাগৃহে ‘অন্ধকার জগৎ’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮০ প্রেক্ষাগৃহে ‘অন্ধকার জগৎ’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন নির্মাণ করেছেন ‘অন্ধকার জগৎ’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি।আগামী ২২ ফেব্রুয়ারি দেশের ৮০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এর নির্মাতা।

‘অন্ধকার জগৎ’ সিনেমায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েব ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, আলেকজান্ডার বোসহ অনেকে।

চার বছর আগে মাহিকে নিয়ে কাজ করেছিলেন পরিচালক খোকন।মাহির সঙ্গে এই পরিচালকের এটি দ্বিতীয় সিনেমা।শুরুতে সিনেমাটির নাম ‘কাঙাল’ থাকলেও এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’।এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন তায়েব-মাহি জুটি।

এর আগে ‘সোনা বন্ধু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ডি এ তায়েবের।এতে তায়েবের নায়িকা ছিলেন পরীমনি ও পপি।




রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়