ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক নম্বরে মাশরাফি, তারপর সাকিব: মৌসুমী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৮, ৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক নম্বরে মাশরাফি, তারপর সাকিব: মৌসুমী

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। ক্রিকেট জ্বরে ভুগছে বাংলাদেশ। সাধারণ মানুষের মতো এ জ্বরে আক্রান্ত শোবিজ অঙ্গনের তারকারাও। 

এবার বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কেমন? এ প্রশ্নের উত্তর জানতে কথা হয় অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে। রাইজিংবিডিকে এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে বরাবরই প্রত্যাশা অন্যরকম থাকে। এবারের বিশ্বকাপে দলের ১১জন মানুষের সঙ্গে পুরো দেশ আছে, দেশের মানুষের দোয়া ও ভালোবাসা আছে। চাই তারা কাপ নিয়ে দেশে ফিরুক। সেটাও যদি না হয়, তবে যেন ভালো খেলে সম্মানজনক একটা জায়গা তৈরি করে দেশে ফিরতে পারে। আমরা এতেই খুশি।’

আপনার প্রিয় খেলোয়াড় কে? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী হামিদ বলেন, ‘অবশ্যই এক নম্বরে মাশরাফি, তারপর সাকিব আল হাসান। এরপর আমার দেশি বা গ্রামের ভাই মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরার সবাই আমার প্রিয়। সৌম্য সরকার, মুস্তাফিজ সবাই। সৌম্য যে যাই বলুক না কেন, যেমনই খেলুক না তারপরও ওকে আমার ভালো লাগে। কারণ সৌম্য আমার সাতক্ষীরার।’

মাশরাফি বিন মর্তুজাকে কেন পছন্দ করেন? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি জানি না তাকে কেন এতো ভালো লাগে। মাশরাফি তো মাশরাফি! আমার মনে হয়, দেশের ১৮ কোটি মানুষকে যদি আপনি এই প্রশ্ন করেন তবে কেউই এর সঠিক উত্তর দিতে পারবে না। শুধু বলবে, মাশরাফিকে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার মনে হয়, খেলোয়াড় মাশরাফি নয়, ব্যক্তি মাশরাফির জন্যই সবার এতো ভালোবাসা।’ 





রাইজিংবিডি/ঢাকা/ ৫ জুন ২০১৯/শান্ত/তারা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়