ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদের তৃতীয় দিন ছোট পর্দায় যত নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের তৃতীয় দিন ছোট পর্দায় যত নাটক-টেলিফিল্ম

‘সুইজারল্যান্ড’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক: বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা।  ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি।  বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে নির্বাচিত নাট্যসপ্তক: ‘পবিত্র প্রেম’।  রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: ইমন, তিশা, দিলারা জামান, আনন্দ খালিদ প্রমুখ।  দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: ‘মিস শিউলি’।  রচনা ও পরিচালনা: আশফাক নিপুন।  অভিনয়ে: আফরান নিশো, অপি করিম, সাফা কবির, ইয়াশ রোহান, সুমন পাটোয়ারী, আবুল হায়াত, শিল্পী সরকার অপু প্রমুখ।  সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘রং চা’।  রচনা: এজাজ মুন্না। পরিচালনা: অসীম গোমেজ।  অভিনয়ে: সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘সৌদি গোলাপ’।  রচনা: বৃন্দাবন দাস।  পরিচালনা: সাগর জাহান।  অভিনয়ে: জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশি, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।

রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘সুইজারল্যান্ড’।  রচনা: মাসুম শাহরিয়ার।  পরিচালনা: চয়নিকা চৌধুরী।  অভিনয়ে: রিয়াজ, অপি করিম, মিলি বাশার, আজম খান, মাহা, মোশারফ হোসেন প্রমুখ।  রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘মতলব’। রচনা ও পরিচালনা: মীর সাব্বির।  অভিনয়ে: মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এ্যানি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘পারফেক্ট হাজবেন্ড’।  রচনা: মারুফ রেহমান।  পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামূল।  অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন, সাবেরী আলম, দিলারা জামান প্রমুখ।

এটিএন বাংলা
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘গল্পটি শেষ হয়নি’।  রচনা ও পরিচালনা: মোহন খান।  রাত ৮টায় প্রচার হবে চুটকি ভান্ডার-৭ এর নাটক ‘টিভি চোর’। পরিচালনা: শামীম জামান।  দশ খন্ডের বিশেষ এই নাটকগুলোতে অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, রাশেদ মামুন অপু, জামিল, সঞ্জীব, এ্যানি খান, ফারজানা রিক্তাসহ অনেকে।  রাত সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘কয়েদী নং ৩৭০’।  রচনা ও পরিচালনা: রাশেদা লাজুক।

রাত সাড়ে ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রেমের দুষ্টচক্র’।  রচনা: শফিকুর রহমান শান্তনু।  পরিচালনা: কায়সার আহমেদ।  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিলয় আলমগীর, প্রাণ রায়, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি, আমিরুল ইসলাম চৌধুরী, মুকুল, সিরাজ, কাজী উজ্জ্বল প্রমুখ।  রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ডোনার’।  রচনা: প্রীতি দত্ত।  পরিচালনা: বিশ্বজিৎ দত্ত।

বৈশাখী টিভি
বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘কিপ্টা দুলাভাই’।  সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘হাই প্রেসার’।  রচনা ও পরিচালনা আদিবাসী মিজান।  অভিনয়ে: মোশাররফ করিম, আ খ ম হাসান, রুমানা স্বর্ণা, ফারুক আহমেদ, নাজিয়া আহমেদ, জামিল হোসেন, প্রমুখ।  সন্ধ্যা ৬টা ২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘নায়িকার বিয়ে-২’।  রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর।  অভিনয়ে: পপি, এটিএম শামসুজ্জামান, হাসান জাহাঙ্গীর, শবনম পারভিন, সাব্বির আহমেদ, জ্যাকি আলমগীর, এসএম কামরুল বাহার, বিমল ব্যানার্জী, হুমায়ুন কাবেরী প্রমুখ।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘বউয়ের দোয়া পরিবহন-২’।  রচনা: আহসান আলমগীর। পরিচালনা: ফরিদুল হাসান।  অভিনয়ে: আ খ ম হাসান, মৌসুমী হামিদ, আলভী, জামিল হোসেন, রাশেদ সীমান্ত, আমিরুল হক চৌধুরী, শিরিন আলম, প্রমুখ।  রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ‘মন্টু মিয়ার মটরসাইকেল’।  রচনা: লিটু শাখাওয়াত।  পরিচালনা: সকাল আহমেদ।  অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাবিলা, রাশেদ মোশাররফ কল্লোল, শামীম, নাফিসা নূপুর, শিখা প্রমুখ।

রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘আয়না মতি’।  রচনা: জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা: এস এম শাহীন।  অভিনয়ে: রওনক হাসান, অহনা, সাজু খাদেম, ফারজানা ছবি, আল মনসুর, আব্দুল হান্নান, শেলী আহসান, সঞ্জিৎ, শায়লা প্রমুখ।  রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ঈদ বোনাস’। গল্প: টিপু আলম মিলন।  রচনা: মীর্জা রাকিব।  পরিচালনা সকাল আহমেদ।  অভিনয়ে: জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, স্বাগতা, নাসিম, মুনিয়া, তানভির প্রমুখ।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক: ‘লাকি কুপন’।  রচনা ও পরিচালনা: সহিদ উন নবী।  অভিনয়ে: নাঈম, কল্যাণ, অর্ষা, সানজিদা তন্ময়।  সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘মার ঘুরিয়ে’।  রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত।  অভিনয়ে: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল প্রমুখ।  সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: ‘সুলতান সুলেমান’।  রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: ‘মেঘলা মেঘলা দিন’। রচনা ও পরিচালনা: বাবু সিদ্দিকী।  অভিনয়ে: অপূর্ব, সাফা কবির, মাসুম বাশার।  রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: ‘ফাতমাগুল’।  রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘একটি বিড়াল বিড়ম্বনা’। রচনা ও পরিচালনা: কাজল আরেফিন অমি।  অভিনয়ে: ইন্তেখাব দিনার, ঊর্মিলা, হিল্লোল, নওশীন, ইমতু প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: ‘গুগল কুসুম’। রচনা: সারোয়ার সৈকত।  পরিচালনা: ফিরোজ কবির ডলার।  অভিনয়ে: শামীম হাসান সরকার, সালহা নাদিয়া, সান্তবনা সাদিকা প্রমুখ।

চ্যানেল নাইন
দুপুর ২টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’।  পরিচালনায়: জিয়াউল হক পলাশ।  অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ।  বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ম্যারিজ পয়েন্ট’।  পরিচালনা: বি ইউ শুভ।  অভিনয়ে: স্বাগতা, কল্যাণ কোরাইয়া, এস এন জনি, মিথিলা প্রমুখ।  সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক ‘গরীবের সুখ মনে মনে’। পরিচালনা: শুভ্র খান।  অভিনয়ে: মীর সাব্বির, কচি খন্দকার প্রমুখ।  সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লাভ মিটার’।  পরিচালনা: ফিরোজ খান।  অভিনয়ে: এফ. এস. নাঈম, মিশু সাব্বির, শবনম ফারিয়া, টয়া, নাদিয়া মিম প্রমুখ।  রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘তুমিও ভালো থেকো’।  পরিচালনা: মেহেদী হাসান জনি। অভিনয়ে: তৌসিফ, নাদিয়া নদী প্রমুখ।  রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘ষ্টেশন’।  পরিচালনা: স্বাধীন ফুয়াদ। অভিনয়ে: অ্যালেন শুভ্র, স্বাগতা, নজরুল রাজ প্রমুখ।  রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ‘ইন্দুবালা’। পরিচালনা: অনন্য মামুন।  অভিনয়ে: পপি, আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়