ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামিম ইকবালকে রুবেলের পরামর্শ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিম ইকবালকে রুবেলের পরামর্শ

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। তিনি একাধারে ফাইট ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক। তবে খেলাধুলায়ও তিনি পারদর্শী ছিলেন। বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ এখন অনেক ভালো দল। একটা সময় আমাদের হতাশ হতে হয়েছে। দেখা যেত আমরা ধৈর্য ধরে ক্রিকেট খেলতে পারছি না। উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে উইকেট পড়ছে। এখন পরিস্থিতি পাল্টেছে। আশা করছি, বাংলাদেশ এবার ভালো একটা জায়গা করে নেবে ক্রিকেট বিশ্বে। আর এটা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

পছন্দের খেলোয়াড় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পছন্দের খেলোয়াড় তামিম ইকবাল। একটা দলের ওপেনিং ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ বিষয়। ওপেনিংয়ে ভালো খেললে পরে চাপ পড়ে না। ভালো না খেললে পরবর্তী ব্যাটসম্যানগুলো চাপে পড়ে যায়। চাপ নিয়ে খেললে অনেক সময় হেরে যাওয়ার আশঙ্কা থাকে। তামিম সাহেবকে বলতে চাই- পরপর তিনটি চার নেয়ার পরে চতুর্থবার চার নেয়ার ঝুঁকি নেবেন না। আপনি আপনার মতো স্বতঃস্ফূর্তভাবে খেলুন।’

তিনি আরো বলেন, ‘ছোটবেলায় আমি ফুটবল বেশি খেলতাম। ঢাকা মোহামেডানেও খেলেছি। ফুটবল খেলতে গিয়ে অনেকবার মারামারির মধ্যে পড়তে হয়েছে। রেফারির কল বা ফাউল করা নিয়ে মাঠে অনেকবার বিতণ্ডায় জড়িয়েছি।’

রুবেল মাত্র ২২ বছর বয়সে পরপর দুইবার জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় বড় ভাই সোহেল রানা প্রযোজিত ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন। চলচ্চিত্রে তিনি আবির্ভূত হয়েছিলেন কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল নিয়ে। তিনি প্রায় আড়াইশ সিনেমায় অভিনয় করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়