ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত আলমগীর

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু আক্রান্ত আলমগীর

বিনোদন ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আলমগীর।  

এ অভিনেতার বর্তমান অবস্থা প্রসঙ্গে তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘আব্বু আগের তুলনায় বেশ খানিকটা ভালো, তবে শরীর খুব দুর্বল। আপাতত ঝুঁকিমুক্ত। তাই চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।’

পাঁচদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে যান আলমগীর। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে। তারপর চিকিৎসকের পরামর্শে নগরীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এই অভিনেতাকে। গতকাল মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান আঁখি আলমগীর।

১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আলমগীরের। পারিবারিক টানাপোড়েন, সামাজিক, রোমান্টিক, অ্যাকশনসহ প্রায় সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ১৯৮৫ সালে ‘নিষ্পাপ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। 


রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়