ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘কোনো ধর্মের বিরুদ্ধে নই’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোনো ধর্মের বিরুদ্ধে নই’

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা প্রকাশ রাজ। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। অভিনয় দক্ষতায় দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি প্রকাশ রাজের ২০১৮ সালের একটি সাক্ষাৎকারের ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভিডিওতে এই অভিনেতা ‘রাম লীলা’ অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন। 

ভিডিওতে প্রকাশ রাজকে বলতে শোনা যায়, সংখ্যালঘু সম্প্রদায়কে প্রশমিত করার জন্য জনসম্মুখে ‘রাম লীলা’ পারফর্ম করা আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। বোম্বে থেকে তিনজন মডেল আসেন এবং রাম, সীতা ও লক্ষ্মণের পোশাক পরেন। সরকারি পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে তারা খুব ভক্তিও পায়। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, আপনি কি শিশুকে তার ইচ্ছেমতো শিশু পর্নো দেখতে দেবেন? যদি বাড়িতে মূর্তি পূজা করেন সেটি সংস্কৃতি। কিন্তু জনসম্মুখে নাটক করা আমাদের সংস্কৃতি নয়। কোনটি সংস্কৃতি তা নির্ধারণ করার আপনি কে? সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে প্রকাশ রাজ বলেন, কোনটি সংস্কৃতি আর কোনটি নয়, সেই সম্পর্কে আমার জ্ঞান আছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। অনেকেই তাকে নিয়ে বিদ্রূপ করছেন।

এই ঘটনার ব্যাখ্যায় প্রকাশ রাজ উল্টো প্রশ্ন রেখে বলেন,  আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই। যারা এগুলোর অপব্যবহার করে তাদের বিরুদ্ধে। আমি হিন্দুবিরোধী— কতদিন আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাবেন? কতদিন মানুষের বিশ্বাস ও সংস্কৃতির অপব্যবহার করবেন?


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়